বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যায় আরও ৩ রোহিঙ্গার রিমান্ড মঞ্জুর

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহাম্মাদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার আরও তিন রোহিঙ্গার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড প্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) এবং ৫ নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।

জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এই তিন রোহিঙ্গাকে ক্যাম্প থেকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। আদালত গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img