বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এবার রাহুল গান্ধীকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয়নি যোগী সরকার

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুর খিরিতে কৃষক হত্যার প্রতিবাদ এবং নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার রাহুল গান্ধীকে লখিমপুর যাওয়ার অনুমতি দেয়নি হিন্দুত্ববাদী বিজেপির যোগী সরকার।

জানা যায়, উগ্র হিন্দুত্ববাদী বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দিয়ে লখিমপুর যাওয়ার অনুমতি চাওয়া হয়। সেখানে বলা হয়, রাহুল গান্ধীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল লখিমপুর যেতে চায়। প্রিয়াঙ্কাকে কেন জোর করে আটকে রাখা হয়েছে সেই প্রশ্নও তোলা হয় চিঠিতে।

তবে কংগ্রেসকে অনুমতি দেওয়া হয়নি। দাবি করা হয়েছে, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার (৩ অক্টোবর) এক সংঘর্ষের ঘটনায় আট জনের মৃত্যুর পর লখিমপুর খেরির উদ্দেশে রওয়ানা দেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (৪ অক্টোবর) পথে সীতাপুরে তার কনভয় আটকে তাকে আটক করে যোগীরাজ্যের পুলিশ। প্রিয়াঙ্কাকে শারীরিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ থেকে জানা যায়। তার হাতে হাতকড়া পরানো হয়।

প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়ান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img