শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করি: চীন

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের শীর্ষ নেতা মাওলানা আবদুস সালাম হানাফী ও কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন চীনা রাষ্ট্রদূত।

সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে তালেবানের মুখপাত্র মুহাম্মাদ নাঈম বলেন, গতকাল চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন মাওলানা আবদুল সালাম হানাফী। তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তান ইস্যুতে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট। আমরা সব সময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করি। আফগান জনগণের স্বাধীনভাবে তাদের জাতীয় অবস্থার উপযোগী উন্নয়নের পথ বেছে নেওয়ার বিষয়কে আমরা সমর্থন করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img