শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কানাডার প্রধানমন্ত্রী ট্রডোকে পাথর নিক্ষেপ করল বিক্ষোভকারীরা

কানাডায় নির্বাচনী প্রচারণার সময় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা।

এ বিষয়ে ট্রুডো বলেন, আমার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে। তাতে কী আসে যায়। কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুঁড়তো।

সোমবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায় কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ।

জানা যায়, কানাডার ওন্টারিওর লন্ডনে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় বিক্ষোভকারীরা ট্রুডোকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। বিক্ষোভকারীরা তার উদ্দেশে অপমানজনক কথাবার্তাও বলে। এসময় ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পরে তিনি বাসে করে ঘটনাস্থলে ত্যাগ করেন।

গ্লোবাল নিউজ জানায়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সংবাদকর্মীর শরীরে পাথর লেগেছে। তবে তারা আহত হয় নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img