বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আফগানিস্তানে কূটনৈতিক মিশন খুলবে ইউরোপীয় ইউনিয়ন; স্বাগত জানাল তালেবান

আফগানিস্তানে কূটনৈতিক মিশন আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

সোমবার (২৫ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র নাবিলা মাসরালি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আগামী একমাসের মধ্যে সীমিত পরিসরে কাবুলে নিজের কূটনৈতিক মিশন আবার চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

তিনি দাবি করেন, ইইউ’র এ পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া নয়। তারমতে, আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদেরকে তালেবানের সঙ্গে কাজ করতে হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তালেবানের উপ মুখপাত্র মোল্লা আহমাদুল্লাহ ওয়াসিক।

তিনি বলেন, ইউরোপের এ সিদ্ধান্ত আফগানিস্তানের পাশাপাশি ইইউ’র জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ। ইইউ’র দপ্তর এবং তার সকল কর্মীর নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img