শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পশ্চিম বঙ্গের নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে আব্বাস সিদ্দিকী সমর্থন : যা বলছেন ওয়াইসী

ইনসাফ | নাহিয়ান হাসান


পশ্চিম বঙ্গের আসন্ন নির্বাচনে কংগ্রেসের বামজোটকে সমর্থন দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন ভারতীয় সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী।

এসময় সর্ব ভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন প্রেসিডেন্ট আসাদ উদ্দীন ওয়াইসীকেও তাকে সমর্থন করতে দেখা যায়।

সোমবার (১ মার্চ) আসাদ উদ্দীন ওয়াইসী, আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে নিজ সমর্থন প্রকাশ করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

ওয়াইসীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, যথাযথ সময়ে এব্যাপারে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।

তাছাড়া, আব্বাস সিদ্দিকীর সাথে পশ্চিম বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনা শেষে গত রবিবার কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস ও বাম-জোটের নির্বাচনী র‍্যালিতেও অংশগ্রহণ করেন এইআইএমআইএমের এই প্রেসিডেন্ট।

এসময় তাকে “মাই আকিলা হি চালা থা যানিবে মাঞ্জিল, লোগ আ’তে গায়ে, কারওয়াঁ বানতা গায়া” কবিতাটি আবৃত্তি করতে শুনা যায়। যার অর্থ, “আমি একাই গন্তব্য পানে ছুটছিলাম,লোকজন এসে জুড়তে লাগলো, কাফেলা (বড় থেকে বড়) হতে লাগলো”।

যখন আইএসএফ নেতা আব্বাদ সিদ্দিকীর ধোঁকা দেওয়ার প্রসঙ্গটি তুলে ধরে ওয়াইসীকে প্রশ্ন করা হয়, তখন তিনি সঠিক সময়ে ওই প্রশ্নের জবাব দিবেন বলে জানান।

আব্বাদ সিদ্দিকীর উপর আস্থা রেখে তিনি ভুল করেছিলেন কিনা বা হতাশ হয়েছেন কিনা জানতে চাওয়া হলে ভিন্ন ভিন্ন রাজ্যে দলীয় সম্প্রসারণ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাজ অব্যাহত রয়েছে এবং আমরা সামনে এগিয়ে যাবো। তাছাড়া, গুজরাট, উত্তর প্রদেশ ও কর্ণাটকের মতো অন্যান্য রাজ্যগুলোতে তার কাজের কারণে দলের সম্প্রসারণ ঘটছে।

তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে তার দল অংশগ্রহণ করবে জানিয়ে ওয়াইসী বলেন, আমরা অবশ্যই তামিলনাড়ুর নির্বাচনে লড়াই করবো। রাজ্যটিতে আমরা ৫ বছর আগেও নির্বাচনে লড়েছিলাম।

উল্লেখ্য, আব্বাস সিদ্দিকী সাম্প্রতিক সময়ে ভারতীয় সেকুলার ফ্রন্ট আইএসএফ প্রতিষ্ঠা করেন এবং কংগ্রেসের বামজোটকে সমর্থন দিয়ে নির্বাচনের আগ মুহুর্তে ওয়াইসীর সাথে বৈঠক করে চাঞ্চল্যের সৃষ্টি করেন।

সূত্র: দা ইকোনমিক টাইমস।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img