শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

হঠাৎ বিশ্বজুড়ে রাষ্ট্রীয়, ই-কমার্স, ও আন্তর্জাতিক মিডিয়ার ওয়েবসাইট ডাউন

ইনসাফ | নাহিয়ান হাসান


ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, ব্লুমবার্গ নিউজের মতো আন্তর্জাতিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদ সংস্থা কর্তৃক পরিচালিত ওয়েবসাইটগুলো হঠাৎ করেই ডাউন হয়ে গিয়েছে।

মঙ্গলবার (৮ জুন) বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষত বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলো আকস্মিকভাবে ডাউন হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা কর্তৃপক্ষও কিছু কিছু জায়গায় তাদের ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার কথা জানিয়েছে।

ফ্রেঞ্চ পত্রিকা লে মন্ডের ওয়েবসাইটেও গ্রিনিচমান সময় ১০টায় এরর বা ত্রুটি লেখা বার্তা প্রদর্শিত হতে দেখা যায় বলে নিশ্চিত করে পত্রিকা কর্তৃপক্ষ।

বেচাকেনার সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম ইংকের রিটেইল ওয়েবসাইটও আকস্মিক ওয়েবসাইট ডাউনের শিকার হয়েছে বলে জানা যায়।

তাদের ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে না পারার এবং ওয়েবসাইট উপলব্ধ না থাকার বা খুঁজে না পাওয়ার কথাও জানিয়েছেন অনেকে!

ব্রিটেনের দা গার্ডিয়ান জানিয়েছে তাদের ওয়েবসাইট এবং অ্যাপেও হঠাৎ করে ত্রুটিজনিত সমস্যার কথা দেখাচ্ছে।তাছাড়া অন্যান্য ব্রিটিশ মিডিয়ার সাইটগুলোও ঠিকভাবে কাজ করছে না বলে জানা যায়।

বিশেষত সংবাদমাধ্যমগুলোর ক্ষেত্রে এই আকস্মিক ঘটনা ঘটলেও দুটি পরাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রীয় ওয়েবসাইটও এতে সমানভাবে আকস্মিক সাইট ডাউনের শিকার হয়।

পরাশক্তিধর রাষ্ট্র দুটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে আমেরিকার হোয়াইট হাউসের ওয়েবসাইট ডাউন হতে দেখা যাওয়ার কিছুক্ষণ পরই তা আবার সচল হয়ে গিয়েছিলো বলে জানা যায়।

অনুরূপভাবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও দ্যা নিউইয়র্ক টাইমসের সাইটে সাময়িকভাবে প্রবেশ করা না গেলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যায়।

প্রায় সকল ওয়েবসাইটেই ‘এরর ফাইভ জিরো থ্রি সার্ভিস আন-এভেইলঅ্যাবল’ এবং ‘কানেকশন ফেইলিউর’ লেখা প্রদর্শন করছিলো।

কী কারণে পরাশক্তিধর দুটি রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে এই আকস্মিক ধ্বস নেমেছে তা এখনো পরিস্কার নয়।

সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি দ্রুত ক্লাউড পরিষেবা সংস্থা যাদের কাছ থেকে বিশ্বের বিভিন্ন মিডিয়া পরিষেবা নিয়ে থাকে তারা গ্রিনিচমান সময় ১০টার কিছু আগে সাইট ডাউনের সমস্যাটি সর্বপ্রথম সনাক্ত করে।

তারা সাইট ডাউনের মূল সমস্যা এখনো সনাক্ত করতে পারেনি জানিয়ে তাদের ওয়েবসাইটের সর্বশেষ আপডেটে প্রতিবারই ‘উক্ত ইস্যুতে তদন্ত অব্যাহত রয়েছে’ লেখা প্রদর্শন করছিলো।

তাছাড়া ভিজিটররা সংবাদ সংস্থা সিএনএনের সাইটে প্রবেশ করতে চায়লে লেখা আসছিলো ‘ফাস্টলি এরর: আননোউন ডোমেইন সিএনএন ডটকম’।

ইন্টারনেট ধ্বস নিয়ে পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টরের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন তথ্য-উপাত্ত দেখে মনে হচ্ছে, সম্ভবত অত্যন্ত দ্রুতগতিতে ব্যাপকভাবে তরঙ্গ ঘাটতির ফলে এই ঘটনা ঘটেছে! যা আপনাদের পরিষেবায় প্রভাব ফেলছে।

সূত্র: আল জাজিরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img