শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে এরদোগান-বাইডেনের বৈঠক; গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা

ইনসাফ | নাহিয়ান হাসান


এরদোগান-বাইডেনের বৈঠকের আগে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কের আদ্যোপান্ত পর্যালোচনাকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (৭ জুন) রাষ্ট্রপতি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস।

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ব্রাসেলসে আগামী ১৪ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে দেখার জন্য এই বৈঠক একটি দারুণ বাণিজ্যিক সুযোগের মতো, যে সুযোগ লুফে নিতে এরদোগান এবং বাইডেন উভয়েই মুখিয়ে আছেন।

বাইডেন এরদোগানকে ভালো করেই চিনেন উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে পূর্ব ভূমধ্যসাগর, সিরিয়া, ইরান, নাগোরনো-কারাবাখ পরিস্থিতির পাশাপাশি আফগানিস্তানে তুরস্ক কোন বিষয়কে প্রাধান্য দিয়ে কূটনৈতিক তৎপরতা ও আলোচনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে তা নিয়ে আলোচনা করা হবে।

মানবাধিকার, দু’দেশের মূল্যবোধের উল্লেখযোগ্য পার্থক্য ও অন্যান্য ইস্যুগুলোতে আমেরিকা এবং তুরস্কের আচরণ কেমন হবে বা তা কীভাবে সমাধান করা যায় তা নিয়েও আলাপ-আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদদাতা আমেরিকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তুরস্কের ঐতিহাসিক মূল্যবোধে আঘাত দিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন।

যার অন্যতম হলো, ১৯১৫ সালে উসমানী খেলাফত আমলে বিশ্বযুদ্ধ চলাকালীন বহু সংখ্যক আর্মেনিয়র মৃত্যুর দায় তুরস্কের ঘাড়ে চাপিয়ে তাকে গণহত্যা আখ্যায়িত করা!

অথচ বাইডেন, ১৯১৫ সালের যে ঘটনাকে গণহত্যা বলে তুরস্ক ও তৎকালীন বিশ্ব পরাশক্তি উসমানী খেলাফতের উপর দোষ চাপাচ্ছেন তার আসল বিবরণ হলো, কিছু সংখ্যক আর্মেনিয়, তৎকালীন রাশিয়ার পক্ষ নিয়ে উসমানীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করায় পূর্ব আনাতোলিয়ায় তাদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরবর্তীতে অন্যান্য আর্মেনিয়রা প্রথম বিশ্বযুদ্ধকালীন অন্যত্র চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে অন্যদের দ্বারা আক্রান্ত হয়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে।

তুর্কী ও আর্মেনিয় দু’পক্ষেরই আকস্মিক হতহতের ঘটনা ঘটায় তুরস্ক এটিকে গণহত্যা না বলে ট্র‍্যাজেডি বলে অভিহিত করে থাকে।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে ১৯১৫ সালে খেলাফত আমলে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে উসমানী সাম্রাজ্যের ভূমিকা নিয়ে মুখ খুলেন এবং আর্মেনিয় হত্যাকে গণহত্যা বলে স্বীকৃতি দিলে বিতর্কের সূত্রপাত ঘটে।

তুরস্কও তৎক্ষনাৎ বাইডেনের বক্তব্যের কঠোর সমালোচনা করে তার তীব্র নিন্দা জানায়। তুর্কী নাগরিকদের মূল্যবোধে আঘাতের দায়ে আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঘটার ব্যাপারে সতর্ক করে দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারেরও অনুরোধ করেছিলো তুরস্ক।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img