শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট মুখে যুবকের চড়

ইনসাফ | নাহিয়ান হাসান


জনতার সাথে সাক্ষাতকালে ইসলাম বিদ্বেষী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে এক যুবকের চড় মারার ঘটনা ঘটেছে আজ।

মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্রোম এলাকায় আকস্মিক চপেটাঘাতের শিকার হোন তিনি।

ফ্রান্সের বিএফএম টেলিভিশন কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফুটেজে দেখানো হয়, ম্যাক্রোঁ জনতার ভালোবাসা পেতে জনসমাগমের দিকে ছুটে গিয়ে এক যুবকের সাথে হাত মেলাচ্ছেন। কিন্তু পরক্ষণেই সেই যুবক তাকে সজোরে থাপ্পড় মারছে!

বিএফএমের তথ্যমতে, যুবকটি সবুজ শার্ট, চশমা ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ছিলো এবং ম্যাক্রোঁ নিপাত যাক স্লোগান দিতে দিতে হঠাৎ তাকে চড় মেরে বসেছিলো।

ভাইরাল হওয়া ভিডিওটিতে আরো দেখা যায় যে, ফ্রেঞ্চদের কাছে দিনদিন জনপ্রিয়তা হারিয়ে তাদের চক্ষুশূলে পরিণত হতে থাকা প্রেসিডেন্টের দেহরক্ষীরা চড় মারা সেই যুবককে তৎক্ষনাৎ জাপটে ধরে মাটিতে শুইয়ে দিয়ে ম্যাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে।

উক্ত ঘটনার পর ফ্রেঞ্চ নিরাপত্তারক্ষীরা এক বিবৃতিতে জানায় যে, প্রেসিডেন্টকে চড় মারার অভিযোগে ঘটনাস্থল থেকে তারা দু’জনকে আটক করেছে।

উল্লেখ্য, ইসলাম বিদ্বেষসহ বিভিন্ন ইস্যুতে ম্যাক্রোঁর উপর বিগত কয়েক বছর যাবত ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের জনগণ।

এমনকি বিভিন্ন ইস্যুতে রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে উঠার ঘটনাও ঘটেছিলো।

নিন্দনীয় কর্মকাণ্ডের কারণে চড় খাওয়া ছাড়াও এর আগে বহুবার তিনি জনসাধারণ কর্তৃক ডিম হামলার শিকার হয়েছিলেন বলে জানা যায়।

সূত্র: টিআরটি এরাবিক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img