শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমলারা দায়ী: ড. জাফরুল্লাহ

নারায়ণগঞ্জে সিজান ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আমলারা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আগুন জ্বলছে প্রতিনিয়ত, কোনো সুরাহা হচ্ছে না, কারখানাটির পরিস্থিতি একটি জেলখানার মতো হলেও যাদের দেখার দায়িত্ব ছিল তারা দেখেননি।

ডা. জাফরুল্লাহ বলেন, রূপগঞ্জের ঘটনার জন্য দায়ী আমলারা যেমন দায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ও সরাসরি দায়ী। যাদের কারণে এ ঘটনা ঘটেছে তাদেরকে সরকার তদন্তের জন্য দায়িত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কোনো সদিচ্ছাই কাজ করছে না আমলা আর গোয়েন্দা বাহিনীর কারণে। আমলা আর গোয়েন্দারা সরকার ও জনতার মাঝে প্রাচীর তৈরি করে ফেলেছে।

ভ্যাকসিন প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, সরকারের দেওয়া তথ্যেই প্রমাণিত করোনার ভ্যাকসিন কেনায় দুর্নীতি হয়েছে, এসব অর্থ ভাগবাটোয়ারা করছেন আমলা-মন্ত্রীরা। খালেদা জিয়ার অর্থ আত্মসাৎ মামলায় ৭ বছরের জেল হলে সরকারের মন্ত্রীদের কত বছর জেল হতে পারে?

তিনি বলেন, সরকার আমলাদের খুশি রাখতে চায়। ৬৫% আমলা গাড়ি কিনে উবারে ভাড়া দিয়েছেন। বিচারপতিদের ৪% সুদে বাড়ি কেনার টাকা দিয়েছেন। যাতে সরকারের অবৈধ কর্মকাণ্ডে কোনো অসুবিধা না হয়।

দেশের আলেম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, জালিমের হাত থেকে দেশকে মুক্তির জন্য দোয়া করবেন।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐকের মাহুমুদুর রহমান মান্না, বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বক্তব্য দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img