শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার, আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে: সুহাইল শাহিন

আফগানিস্তানে থেকে যাওয়া মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মকর্তাদের প্রস্থানের মধ্য দিয়ে সাম্রাজ্যের বধ্যভূমি খ্যাত দেশটিতে সত্যিকার অর্থে মার্কিন অধ্যায়ের ইতি ঘটেছে।

সোমবার (৩০ আগস্ট) আফগানিস্তানের স্থানীয় সময় রাত ১২টায় তালেবান মুখপাত্র সুহাইল শাহিন পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের ঘোষণা সম্বলিত একটি টুইট বার্তা দেন।

টুইট বার্তায় তিনি লিখেন, আজ রাত ১২ টায় (আফগানিস্তানের স্থানীয় সময়) সর্বশেষ মার্কিন সেনাও আফগানিস্তান ত্যাগ করেছে। আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার। দেশের সকল নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন।

আরেক তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদও তার টুইট বার্তায় প্রায় একই কথা জানান।

তিনি বলেন, সর্বশেষ আমেরিকান সেনাটিও আজ আফগানিস্তান স্থানীয় সময় রাত ১২ টায় কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে এবং আমরা আমাদের পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি। সকল প্রশংসা এবং অনুগ্রহ একমাত্র আল্লাহ তায়ালার।

অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, ইউএস মিলিটারি ফ্লাইট শেষ হয়েছে। আমাদের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিজেদের আফগান উপস্থিতি বাতিল করে দিয়েছে।

সাম্রাজ্যের বধ্যভূমি খ্যাত দেশটিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন অধ্যায়ের ইতি ঘোষণার এক পর্যায়ে সামান্য হতাশা প্রকাশ করে তিনি বলেন, যাই হোক, আফগানিস্তানের সাথে আমেরিকার সম্পৃক্ততার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের পথ চলায় নেতৃত্ব দিবে আমাদের কূটনীতি।

এসময় তিনি আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

সূত্র: টলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img