শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

৩ দিনব্যাপী তালেবানের ইমারাতে ইসলামিয়্যাহর শূরা কাউন্সিল অনুষ্ঠিত

তালেবান প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবায়েতুল্লাহ আখুন্দজাদার নেতৃত্বে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কান্দাহারে ৩ দিনব্যাপী সংগঠনটির ইমারাতে ইসলামিয়্যাহর শূরা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই শূরা কাউন্সিলে তালেবানের ইমারাতে ইসলামিয়্যাহর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতি থেকে জানা যায়, কাউন্সিলে অংশগ্রহণকারী নেতাদের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা বা সুরক্ষা ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়।

তাছাড়া তালেবানের সরকার ও কেবিনেটের ফরমেশন কেমন হবে এবং সুযোগ-সুবিধা প্রদানে সম্প্রতি যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়েও শূরা কাউন্সিলে আলোচনা হয়েছে বলে জানা যায়।

জাবিউল্লাহ মুজাহিদের তথ্যমতে আফগান পুনর্গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে শূরা কাউন্সিলের আহবান করেছিলো তাদের ইমারাতে ইসলামিয়্যাহ আফগানিস্তান।

প্রসঙ্গত গত শনিবার (২৮ আগস্ট) কান্দাহারে তালেবান নেতৃত্বদের নিয়ে শুরু হওয়া ৩ দিনব্যাপী শূরা কাউন্সিলের বৈঠকটির সমাপ্তি ঘটে ৩০ আগস্ট সোমবার।

সূত্র: টলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img