বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ষড়যন্ত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না সরকার: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, সবকিছু খুলে দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু নানা অজুহাতে সেটা করা হচ্ছে। কারণ সরকার অবৈধ ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীকে কে বা কারা, কুচক্রী মহল দেশ ধ্বংস করার জন্য এমন পরামর্শ দিচ্ছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, করোনা যেখানে মহামারি আকারে ছিল সেসব দেশেও এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। ভারতে অধিকাংশ খোলা, পাকিস্তানেও খোলা। দেশেও বিভিন্ন মহল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বলেছে। তারা বলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে কোনো বাঁধা নেই।

মুফতী রেজাউল করিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তান নষ্ট হচ্ছে বলে চিন্তিত। সারাদিন গেমস, খারাপ চিত্র দেখছে শিক্ষার্থীরা।

তিনি বলেন, আমরা এতদিন ভালোভাবে সরকারকে বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে। সেটা তারা শোনেননি। এখন আমরা আন্দোলনে নেমেছি। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রক্ত দেবো। কিন্তু এসব প্রতিষ্ঠান খুলে ছাড়বো।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলন আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধনের ঘোষণা করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img