বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

করোনার আক্রমণে দিশেহারা ইতালি; মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার

ইউরোপে প্রথম সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালিতে মোট মৃত্যু সোমবার (২৩ নভেম্বর) ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
সেপ্টেম্বরের প্রথম থেকে দেশটিতে করোনাভাইরাসে প্রায় ১৫ হাজার লোক মারা গেছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রলালয় বলছে, দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৫৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখেরও বেশি। এর আগে আমেরিকা, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য মৃত্যুর ৫০ হাজার সংখ্যা পার করেছে। ইতালিও সে দলে যোগ দিল।

ইতালি প্রথম দফার সংক্রমণে কড়া লকডাউনের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে দ্বিতীয় দফার সংক্রমণ বাড়তে থাকে। তবুও কর্তৃপক্ষ অর্থনৈতিক কারণে আবারো লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানা গেছে। তবে অঞ্চল ভিত্তিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশ জুড়ে রাত্রিকালিন সান্ধ্য আইন দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img