বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে চায় রাশিয়া

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সামরিক এবং সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত রাশিয়া।

সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

আলেক্সান্দার ফোমিন বলেন, সামরিক এবং সামরিক প্রযুক্তি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রসহ আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা উন্নত হচ্ছে। পৃথিবী নামের এই গ্রহের শান্তির জন্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির স্বার্থে এই সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত করার জন্য প্রস্তুত আমরা।

ওয়াকার-উজ-জামান বলেন, আমরা আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে প্রতিনিধি বিনিময়ের চর্চা আছে। কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়নের কাঠামোর মধ্যে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। এছাড়া তিনি রাশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img