শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘মশা নিধন কর্মীদের কেউ কাজে ফাঁকি দিলে চাকরি থাকবে না’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশা নিধন কর্মীদের কেউ ফাঁকিবাজি করলে প্রয়োজনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে গুলশানের নগর ভবনে স্প্রেম্যান সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, মশা নিয়ন্ত্রণে প্রত্যেক স্প্রেম্যান সুপারভাইজারকে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেউ ফাঁকিবাজি করলে কিংবা কারও বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

মেয়র আতিক আরও বলেন, প্রথমবারের মতো ডিএনসিসিতে ৫৪ জন স্প্রেম্যান সুপারভাইজারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে তারা প্রশিক্ষণ নিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি এলাকায় মশক নিধন কর্মীদেরকে হাতে-কলমে শেখাবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img