শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে ৪৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় সোমবার (২৩ আগস্ট) সকালে দেশটির নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেন্নিথ তা আই কিয়াং।

তিনি জানান, এ অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছে। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img