মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ব্রিকস সম্মেলন: ফের একই মঞ্চে মোদি-জিনপিং

আজ ১২তম ব্রিকস সম্মেলনে অংশ নেবে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নিতে চলেছেন৷ ১২তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন রাশিয়ান প্রেসিডেন্ট৷ বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিকস সম্মেলনে আবারো একমঞ্চে সমবেত হচ্ছেন।

সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রসংঘের ৭৫ বছর পূর্তির পটভূমি এবং করোনা মহামারির মধ্যে।

সম্মেলনে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের উপর জোর দেওয়া হবে। আলোচনা হবে, বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উদ্ভাবনী বৃদ্ধি নিয়ে।

ব্রিকস সম্মেলনের পর ২১ ও ২২ নভেম্বর গ্রুপ অফ ২০ বা জি-২০-এর বৈঠক রয়েছে৷ যেখানে বিশ্বের ২০টি তাবড় দেশ সদস্য হিসেবে রয়েছে৷ যেখানে ভারত ও চীন এর সদস্য৷

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img