বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

মন্ত্রিসভা গঠনের পরই ইহুদিদের পতাকা মিছিলের অনুমোদন দিল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পর এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বায়তুল মোকাদ্দাস বা জেরুসালেমের ওল্ড সিটিতে আজ পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে।

কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরাইলি অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকরা পতাকা মিছিল বের করার ডাক দিয়েছে।

কথা ছিল গত বৃহস্পতিবার (১০ জুন) ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করবে। কিন্তু ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর হুমকির কারণে ওই মিছিল বের করা থেকে উগ্র ইহুদিবাদীরা বিরত থাকে।

এরপর ইহুদিবাদী ইসরাইলের নতুন মন্ত্রিসভা এ ধরনের পতাকা মিছিলের অনুমতি দেওয়ার পর আবারও তারা বাইতুল মুকাদ্দাস এলাকায় মিছিল করার পদক্ষেপ নিয়েছে। উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সমূলে উৎখাতের আহ্বান জানাবে বলে কথা রয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img