বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

চুয়াডাঙ্গার সীমান্ত-সংলগ্ন দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্ত-সংলগ্ন দামুড়হুদা উপজেলায় পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ভোর ৬টা থেকে আগামী ১৪ দিন এ লকডাউন কঠোরভাবে কার্যকর থাকবে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২ জুন প্রশাসন এই উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে সাতটি গ্রাম ও নাটুদহ ইউনিয়নে দুইটি এলাকা লকডাউন করেছিল। পরে গত ৬ জুন কুড়–লগাছী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও নয়টি গ্রাম লকডাউন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, স্বাস্থ্য বিভাগ সংক্রমিত এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে নমুনা পরীক্ষা করা হবে। লকডাউনকৃত এলাকায় জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img