শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধান চান আঙ্গেলা ম্যার্কেল

জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে বার্লিন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

রোববার (১০ অক্টোবর) জার্মানির চ্যান্সেলর হিসেবে বিদায় নেওয়ার আগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সফরে গিয়ে তিনি এ কথা বলেন।

ম্যার্কেল বলেন, ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের কয়েক দশক ধরে চলা দ্বন্দ্ব-সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রীয় সমাধানই সেরা উপায় বলে মনে করে জার্মানি।

তিনি বলেন, এই বিষয়ে আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে আশার তেমন কিছুই না দেখা গেলেও দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি আলোচনার টেবিল থেকে সরিয়ে ফেলা বা এটি ধামাচাপা দেওয়া উচিত হবে না। তা ছাড়া একটা রাষ্ট্রছাড়া ফিলিস্তিনিরা নিরাপদে বসবাস করতে পারবেন না।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইস্যুতে আঙ্গেলা ম্যার্কেলের এসব কথায় ঘোর প্রতিবাদ জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্তরী নাফতালি বেনেট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img