শনিবার, এপ্রিল ২০, ২০২৪

তুরস্ক ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া শুরু

এবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে মুসলিম বিশ্বের অন্যতম দুই প্রধান দেশ তুরস্ক ও পাকিস্তান। মহড়াটি তিন সপ্তাহ চলমান থাকবে। এতে তুর্কি স্পেশাল ফোর্স ও পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপ অংশ নিয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে এই মহড়া শুরু হয়।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশটির তারবেলায় অবস্থিত সেনাবাহিনীর বিশেষ শাখার প্রধান কার্যালয়ে আতার্তুক-এক্সআই-২০২১ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কর্ডন অ্যান্ড সার্চ, র‌্যাপেলিং, ফায়ার অ্যান্ড মুভ টেকনিকস, হেলিকপ্টার র‌্যাপেলিং, কম্পাউন্ড ক্লিয়ারেন্স, হোস্টেজ অ্যান্ড রেসকিউসহ আরো বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেবে দুই দেশের সেনারা।

বিবৃতিতে বলা হয়, যৌথ সামরিক মহড়া ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়তা করবে।

সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img