বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাঁশখালী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির তাফসীরুল কুরআন মাহফিল ২.৩.ও ৪ ডিসেম্বর

ইনসাফ | মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি সংগঠন বাঁশখালী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ব্যবস্থাপনায় ৩তিন ব্যাপী ২৮তম তাফসীরুল কুরআন মাহফিল ২,৩ ও ৪ ডিসেম্বর বৃহস্পতিবার,শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

বাঁশখালী উপজেলার পূর্ব পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে প্রত্যহ বিকাল ২টা থেকে মাহফিল আরম্ভ হবে।

ইতোমধ্যে মাহফিলের প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ইনসাফকে নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারী মাওলানা ওহিদুল ইসলাম চৌধুরী।

জানা গেছে মাহফিলে প্রথমদিন বয়ান করবেন মাওলানা সৈয়দুল আলম আরমানি,মাওলানা ইসমাইল খাঁন মেখল মাদরাসা, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার ও মাওলানা হাফেজ নূর আহমদ পুকুরিয়া মাদরাসা।

দ্বিতীয় দিন বয়ান করবেন মাওলানা আজিজুল হক মাদানী চট্টগ্রাম,মাওলানা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন চট্টগ্রাম, মাওলানা আব্দুল বাতেন ঢাকা, মাওলানা সাঈদ আহমদ হাটহাজারী মাদরাসা ও মাওলানা ক্বারি আবদুল ওয়াজেদ পুকুরিয়া মাদরাসা।

সমাপনী দিন বয়ান করবেন মুফতী মাহমুদুল হাসান শায়খুল হাদীস বাবুনগর মাদরাসা,মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ফেনী,মুফতী আব্দুল কুদ্দুস খুলনা ও মাওলানা আনিসুর রহমান বরকল ফয়জিয়া মাদরাসা চন্দনাইশ।

মাহফিলে সভাপতিত্ব করবেন যথাক্রমে মাওলানা ক্বারি আব্দুচ ছমদ,মাওলানা ক্বারি আইয়ুব ও মাওলানা হাফেজ নূর আহমদ।

সংগঠনের সভাপতি ও জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারি আব্দুচ ছমদ যথাসময়ে সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img