শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চরম পক্ষাবলম্বন করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তথাকথিত ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড। ব্রিটেনের এমন আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে দেশটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে হামাস।

সোমবার (২৯ নভেম্বর) হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য হামাস লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন।

ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করব। ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img