মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের যা বললেন আফগান প্রধানমন্ত্রী

আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এর সাথে বৈঠক করেছেন চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকরা। এ বৈঠকে তিনি কূটনীতিকদের আবারও আশ্বস্ত করেছেন যে, আফগান সরকার একটি অন্তর্বর্তীমূলক সরকার, নারী ও মানবাধিকার সুরক্ষার দিবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি মেনে নিতে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কাবুলে পাকিস্তান, চীন ও রাশিয়ার বিশেষ দূতদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলোভ, পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মুহাম্মাদ সাদিক খান এবং চীনের প্রতিনিধি ইউ জিয়াওয়ং নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

আফগান সরকারের পক্ষে প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হেদায়েতুল্লাহ বদরি উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচ্য সম্পর্কে অবগত একটি সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানায়, তালেবান নেতৃত্বের সঙ্গে বৈঠকে সন্তোষ প্রকাশ করেছে চীন ও রাশিয়ার দূত। কূটনীতিকরা স্থানীয় বাজার ও মন্ত্রণালয় পরিদর্শন করেন। সরেজমিন পরিস্থিতি স্বাভাবিক দেখতে পেয়ে তারা অবাক হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img