শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়ে গ্রেপ্তার হওয়া দুই মাদরাসা ছাত্রের মুক্তি দাবি ইসলামী আন্দোলনের

চট্টগ্রাম সীতাকুন্ড ইকোপার্কে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আজান দিয়ে নামাজ আদায় করার অপরাধে দুইজন নিরীহ নিরাপরাধ মাদরাসা ছাত্রকে গ্রেফতার করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে তিনি প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কেবলমাত্র পাহাড়ের চূড়ায় আজান দিয়ে নামাজ আদায় করার অপরাধে গ্রেফতার স্বাধীন সার্বভৌম দেশে চরম ধৃষ্টতার শামিল। এধরণের ঘটনা ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে যার যার ধর্মীয় স্বাধীনতা ভোগ করার অধিকার দেয়া আছে। তা সত্ত্বেও আজান দিয়ে নামাজ আদায়ের অপরাধে দুই মাদরাসা ছাত্র গ্রেফতার কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি অবিলম্বে নিরীহ নিরাপরাধ দুই মাদরাসা ছাত্রের নি:শর্ত মুক্তির দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img