শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ফিলিস্তিনি ভাই-বোন

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া ফিলিস্তিনের জমজ ভাই-বোন মুনা আল-কুর্দ ও মুহাম্মাদ আল-কুর্দের নাম প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) আমেরিকাভিত্তিক টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।

ম্যাগাজিনটিতে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের অধিকারকর্মী ওই দুই ভাই-বোনের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। বলা হয়েছে, ২৩ বছর বয়সী জমজ সহোদরের পরিবার অধিকৃত পূর্ব জেরুসালেমের শেখ জাররার বাড়ি থেকে ইসরাইলী বাহিনীর দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুতের মুখোমুখি হয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে তারা ইসরাইলী দখলদারিত্ব বন্ধ করার জন্য একটি বৈশ্বিক প্রচারণার মুখ হয়ে ওঠেন।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদারের নামও রয়েছে। ম্যাগাজিনটিতে আফগানিস্তানে তালেবানের বিজয়ে মোল্লা আব্দুল গনি বেরাদারের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। সাথে সাথে তালেবান যখন কাবুলে প্রবেশ করে তখন রক্ষপাতহীন ক্ষমতা দখল, সাবেক সরকারকে অ্যামেনেস্টির প্রস্তাব, সরকার গঠন ও পার্শ্ববর্তী দেশ বিশেষকরে চীন ও পাকিস্তানের আফগানিস্তান সফরে বেরাদারের মধ্যস্থতার কথাও বলা হয়।

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, সেরা ১০০ তালিকায় রয়েছেন সেই অসাধারণ নেতারা, যারা বিশ্বজুড়ে গত এক বছরে একটি উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করে গেছেন, সংকটের মধ্যেও ঝাঁপিয়ে পড়েছেন।

মোট ৬টি ক্যাটাগরিতে ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে তুলে আনা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- লিডারস, আইকনস, পাইওনিয়ার্স, আর্টিস্টস, ইনোভেটরস ও টাইটানস।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামও রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img