বুধবার, মে ৩১, ২০২৩

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের তুমুল সংঘর্ষ; আহত অর্ধশতাধিক

সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের কারণ বা আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) হিল্লোল রায় বলেন, পরিবেশ বর্তমানে শান্ত। পুলিশ উভয়পক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img