শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগান সরকারের সঙ্গে বিশ্বকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান

আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে বিশ্বকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্বকে এ আহ্বান জানান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পুনরায় একই ভুল না করার পরামর্শ দেন।

তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি যেন, অতীতে যে ভুল তারা করেছিল সেটার গুরুত্ব যেন বিশ্ব বুঝতে পারে। আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনা এখন আমাদের জন্য অপরিহার্য।

গতকাল ইসলামাবাদের ব্যক্তিগত বাসভবন বনি গালাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানকে কোনো বহির্শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না।

তিনি বলেন, কোনো পুতুল সরকারকে আফগান জনগণ কখনো সমর্থন করেনি। সুতরাং আমরা নিয়ন্ত্রণ করব- এই চিন্তা দূরে রেখে তাদেরকে উৎসাহিত করা উচিত। আফগানিস্তানের বর্তমান সরকার বুঝতে পেরেছে আন্তর্জাতিক সহায়তা ছাড়া তারা সংকট কাটিয়ে উঠতে পারবে না। সুতরাং আন্তর্জাতিক গোষ্ঠীর উচিত- তাদের সহায়তা করা।

তিনি আরও বলেন, ন্যায়সঙ্গত সরকার গঠন এবং প্রতিশ্রুতি পূরণে তালেবানকে সময় দেওয়া উচিত। আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সর্বোত্তম উপায় হলো, তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img