শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় মোদির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকা প্রকাশ করেছে আমেরিকাভিত্তিক টাইম ম্যাগাজিন। সেই তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সপ্তদশ স্থান দেওয়া হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সেই তালিকায় থাকলেও তা মমতার পরে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।

ম্যাগাজিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা হয়েছে ভারতীয় রাজনীতিতে সাহস ও সৌর্যের মুখ তিনি। তিনি তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেননা, কার্যত তিনি নিজেই তৃণমূল কংগ্রেস।

টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভারতকে সম্প্রদায়হীন রাজনীতি থেকে যে হিন্দুত্বের রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন তার উল্লেখ করা হয়।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নামও রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img