বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিজয়ী হলে মুহাম্মাদ নাম নিষিদ্ধ করার হুমকি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী জেমুর

নির্বাচনে বিজয়ী হলে মুহাম্মাদ নাম নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন ফ্রান্সের মুসলিমবিরোধী উগ্রপন্থী রাজনীতিক ও দেশটির প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমুর। তার মুসলিমবিদ্বেষী এ বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিন্দার ঝড় বইছে।

সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে তিনি এমন হুমকি দেন।

মুসলিমবিদ্বেষী এ রাজনীতিবিদ বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে করো নাম মুহাম্মাদ রাখতে দেওয়া হবে না। এ নামটির ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন।

ফ্রান্সের উগ্রবাদী এ প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ১৮০৩ সালে সেই আইন আবারও বলবৎ করবেন, যে আইনে বলা হয়েছে ফ্রান্সে কোনো শিশুর নাম মুহাম্মাদ রাখা যাবে না। তার বক্তব্য, যেসব মুসলিম বর্তমানে ফান্সে আছেন- তাদেরকে ফ্রান্সের কৃষ্টি ও সংস্কৃতি শিখানো হবে।

মুসলিমদের কটাক্ষ করে জেমুর বলেন, তিনি ক্ষমতায় গেলে মুসলিম অভিবাসীদের ফ্রান্সে ঢুকতে দেওয়া হবে না।

এদিকে মুসলিমবিদ্বেষী জেমুরের বক্তব্যের প্রতিবাদে একটি রেডিও স্টেশনে ফোন করে নিন্দা জানিয়েছেন আব্দুল্লাহ কান্তে নামে ফ্রান্সের এক পুলিশ কর্মকর্তা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img