মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন আমিরাতের পুলিশ প্রধান

সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসিকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।

জানা যায়, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী চার বছরের জন্য আহমেদ নাসের আল রাইসিকে নির্বাচিত করা হয়েছে।

ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। এতে সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে সংযুক্ত আবর আমিরাতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নির্যাতন ও নিয়ম বর্হিভূতভাবে আটকে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img