শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে সচেতন দিল্লি: নরভানে

দিল্লির বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে তার দেশ সচেতন আছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নরভানে।

বুধবার (২৪ নভেম্বর) নয়াদিল্লিতে ‘ভারত-বাংলাদেশ: বন্ধুত্বের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সেনাপ্রধান বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমানা চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় দেশ সীমান্ত বিরোধ মীমাংসার ক্ষেত্রে এমন এক সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যখন কিছু দেশ বলপ্রয়োগের মাধ্যমে সেটি নষ্ট করার চেষ্টা করছে।

২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিলুপ্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের স্থল সীমানা চুক্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতীক।

সেমিনারে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মাদ ইমরান ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঝুলে থাকা পানি বন্টনের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img