বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মারা যাওয়া দুই শিশু আপন চাচাতো বোন।

বুধবার (১৬ জুন) বানিয়াচং ও মাধবপুরে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলো- বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্য পাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাশফিয়া আক্তার (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুসরাত আক্তার (৮)। তারা দুজন চাচাতো বোন। নিহত অপর শিশু মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় তাছফিয়া ও নুসরাত। এ সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে মরদেহ ভেসে উঠতে দেখে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উপজেলার সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া আক্তার খেলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img