মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

এবারও ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে সক্ষম হবো: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমাদের এখন বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালু আছে। ফলে চলতি জুনের এই পর্যন্ত মশা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। গত বছরের মতো এ বছরও ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে সক্ষম হবো বলে আশা করছি।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রাজধানীর পলাশী এলাকায় ‘অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, এই মৌসুমে যেখানে ডেঙ্গুর প্রকোপ হয়, সেখানে জুন মাস শেষ হতে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা ঢাকাবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে পেরেছি। আশা করছি, ঢাকাবাসীকে এ বছর ডেঙ্গুমুক্ত রাখতে পারব।

মেয়ার তাপস আরও বলেন, সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো জানুয়ারি থেকে পরিষ্কারের কাজ চলছে। আমরা বর্জ্য ও পলি অপসারণ করছি। যাত্রাবাড়ী, ডেমরা ও কাজলা এলাকায় এখনো খাল পরিষ্কারের কাজ চলছে। সাধারণ মানুষ কিন্তু সচেতন না। তারা এখনো খালে বর্জ্য ফেলছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img