শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ২০০ বাড়ি পুড়িয়ে দিয়েছে সেনারা, নিহত ২

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সংঘর্ষের পর দেশটির একটি গ্রামে আগুন ধরিয়ে দেয় সেনারা। এতে ২০০ বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দেশটির মধ্যাঞ্চলীয় মাগওয়ে প্রদেশের কিন মা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের ২৪০টির মধ্যে ২০০টি বাড়িঘর পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে।

রয়টার্স জানায়, ভয়াবহ এই আগুন ধরা পড়েছে নাসার স্যাটেলাইটেও। আগুন ধরিয়ে দেওয়ার পর পাশের একটি জঙ্গলে পালিয়ে যায় গ্রামবাসীরা। সামরিক জান্তা সরকার বিরোধী সশস্ত্র সংগঠন পিডিএফের সঙ্গে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

এছাড়া গ্রামে আগুন ধরিয়ে দেওয়ার জন্য পিডিএফকেই দোষারোপ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img