শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তুরস্কের বিস্ময়কর ড্রোন কিনতে যাচ্ছে লাটভিয়া

পোল্যান্ডের পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে তুরস্কের বিস্ময়কর সামরিক ড্রোন কিনতে যাচ্ছে লাটভিয়া। আঙ্কারায় সফররত লাটভিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী আর্টিস পাব্রিকস তুর্কি নেতাদের সাথে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন।

সোমবার (৭ জুন) আর্টিস পাব্রিকসের নেতৃত্বে লাটভিয়ার একটি প্রতিনিধি দল সোমবার তুরস্ক সফরে যায়। দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতেই তাদের এ সফর। সফরে আঙ্কারায় তুর্কি সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের কার্যালয় ও কারখানা ঘুরে দেখেন তারা।

আর্টিস পাব্রিকস বলেন, তুরস্কে এ শিল্পের গবেষণা ও বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মান রয়েছে। ন্যাটো মিত্র হিসেবে আমরা এটিকে খুব গুরুত্ব দিচ্ছি।

এছাড়া মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সাথেও এ বিষয়ে কথা বলেন লাটভিয়ার উপপ্রধানমন্ত্রী। প্রতিরক্ষা খাত ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।

এর আগে গত মাসে ন্যাটোভুক্ত প্রথম কোনও দেশ হিসেবে তুরস্কের কাছ থেকে সামরিক ড্রোন কেনার ঘোষণা দেয় পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কেনা হবে। বায়রক্তার টিবি২ নামের ড্রোনগুলো আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাসচেক বলেন, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এই তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সেনাবাহিনীর একটি কোম্পানি এগুলো ব্যবহার করবে বলে জানান তিনি।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img