শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘ইসরাইলের সামরিক বিমান বন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে’

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান বাহিনী প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন, ইসরাইলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে।

সম্প্রতি ইসরাইলের টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইসরাইলের বিমান বাহিনী প্রধান বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরাইলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে।

এছাড়া গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরাইলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img