বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বব্যাপী পরিকল্পিতভাবে একটি মহল ইসলামভীতি ছড়াচ্ছে: মাহমুদ কোরেশি

কানাডার লন্ডন শহরে পাকিস্তান বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি বলেছেন, বিশ্বব্যাপী পরিকল্পিতভাবে একটি মহল ইসলামভীতি ছড়াচ্ছে। বর্তমানে তা উদ্বেগজনক হারে বাড়ছে।

তিনি বলেন, ইসলামভীতি দূর করতে কানাডার সঙ্গে যৌথভাবে পাকিস্তান কাজ করবে।

বুধবার (৯ জুন) কানাডার পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারনিউকে ফোন করে এ আশ্বাস দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার এক টুইটবার্তায় নিরপরাধ ওই মুসলিম পরিবারটির ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসী হামলা বলেন।

এর আগে কানাডার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টরেন্টো থেকে ১২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লন্ডনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষারত পাকিস্তানি বংশদ্ভুত এক কানাডিয়ান মুসলিম পরিবারকে পরিকল্পিতভাবে গাড়িচাপা দেয় এক ইসলামবিদ্বেষী গাড়িচালক। এ ঘটনায় ওই পরিবারের চারজন মৃত্যুবরণ করেছে। ওই নৃশংস হামলায় মুসলিম পরিবারটির ফায়েজ আফজাল নামে ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে।

নিহতদের মধ্যে আছে— সৈয়দ আফজাল (৪৬), তার ৭৪ বছর বয়সি বৃদ্ধা মা, সৈয়দ আফজালের স্ত্রী মাদিহা সালমা (৪৪) এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল (১৫)।

হামলাকারী গাড়িচালককে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। গ্রেফতার হওয়া ২০ বছর বয়সী ন্যাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব-পরিকল্পিতভাবে পিকআপ ট্রাক চাপা দিয়ে ওই পরিবারটির সবাইকে হত্যা করতে চেয়েছিল অভিযুক্ত খুনি। কিন্তু ভাগ্যক্রমে একমাত্র সদস্য হিসেবে নয় বছরের একটি শিশু বেঁচে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img