শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মালয়েশিয়ায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে লাইট রেল ট্রানজিট-৩ (এলআরটি) প্রকল্পে মহসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের ধাতব মাচা ধসে চার বাংলাদেশি নিহত হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। ক্লাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার শামসুল অমর রামলি জানান, দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় অপর ৩ বাংলাদেশি ও এক ইন্দোনেশীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার কারণে নির্মাণাধীন ফ্লাইওভারের কার্যক্রম স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। এ সময় দুর্ঘটনা কবলিত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চলাচল করা লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img