বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আর্জেন্টিনায় কারফিউ ঘোষণা

আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার তিন সপ্তাহের জন্য সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

বুধবার (৭ এপ্রিল) প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রেকর্ড করা এক বার্তায় এই তথ্য জানানো হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, শুক্রবার থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

তিনি বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে মধ্যাঞ্চলে এ কারফিউ কার্যকর করা হবে। বার এবং রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগের দিন ২০ হাজার ৮৭০ জন এ ভাইরাসে সংক্রমতি হয়। এর ফলে পরপর দু’দিন করোনা সংক্রমণের রেকর্ড সৃষ্টি হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img