বৃহস্পতিবার, মে ২, ২০২৪

যত্রযত্র অস্ত্রের ব্যবহার ঠেকাতে নির্বাহী আদেশ জারি করলেন জো বাইডেন

যত্রযত্র আগ্নেয়াস্ত্রের ব্যবহার ঠেকাতে নতুন নির্বাহী আদেশ জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, লাগাম টানা হবে দেশে উৎপাদিত ‘ঘোস্ট গান’ক্রয়-বিক্রয়ে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে বাইডেন এ কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, দেশে আগ্নেয়াস্ত্র সহিংসতা মারাত্মক পর্যায় পৌঁছেছে, যা মহামারীকেও হার মানায়।এটি বিশ্ব পরিমণ্ডলে দেশের জন্য লজ্জাজনক। জারিকৃত নির্বাহী আদেশ অনুসারে, তথাকথিত আগ্নেয়াস্ত্র কমাতে কি উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেই পরিকল্পনা প্রণয়নে বিচার বিভাগকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে, ঘরোয়া পদ্ধতিতে বানানো অস্ত্রের তালিকা তৈরি করতে হবে।

‘ঘোস্ট গান’ হিসেবে পরিচিত অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা, তাতে কোনো সিরিয়াল নম্বর থাকে না। ক্রয়-বিক্রয়ের জন্য প্রয়োজন পরে না লাইসেন্সের। যারফলে, ব্যবহারকারীকে শনাক্ত করা দুরূহ। অপরাধের ক্ষেত্রে এ অস্ত্রগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কংগ্রেসে আগ্নেয়াস্ত্র বিধিমালা বহুমুখী সংকটে পড়বে, এ কারণেই নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img