শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এবার পবিত্র হজে খুতবা দিবেন শাইখ ড. বান্দার বালিলা

আসন্ন পবিত্র হজে খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।

জিলহজ মাসের নবম দিন আরাফার দিন। এ দিন হাজিরা আরাফা প্রাঙ্গণের পর্বত ও এর আশপাশে অবস্থান করে। সেখানকার মসজিদে নামিরা থেকে একজন ইমাম সমবেত হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন। প্রতিবছরই খুতবা প্রদানের জন্য মসজিদুল হারাম বা মসজিদে নববীর কোনো একজন ইমামকে নির্বাচন করা হয়।

আরাফার দিন খুতবা দেওয়া সুন্নত। খুতবায় সমবেত মুসলিমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলা হয়। এ দিন জোহর ও আসরের নামাজ পড়ার আগে খুতবা শুরু করা হয়। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করেন। এরপর তাঁরা মুজদালিফার দিকে চলে যান।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশী বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। এ বছর ১৮ জুলাই থেকে বার্ষিক হজ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img