বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারতে নতুন করে আরও আড়াই লাখ করোনায় আক্রান্ত

ভারতে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। সঙ্গে বেড়েছে সংক্রমণের হারও। তবে কমেছে প্রাণহানির সংখ্যা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৫৩ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যানসহ ভারতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনে।

গত আট মাসের মধ্যে এই প্রথম ভারতে দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি পার করল। এছাড়া সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮০ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। একইসঙ্গে হাসপাতালে ভর্তির সংখ্যাও তুলনামূলক ভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img