বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সেতু নির্মাণের দাবিতে মতলবে গণসমাবেশ

ধনাগোদা নদীর উপর মতলব উত্তর-গজারিয়া সেতু নির্মাণ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ও চাঁদপুর জেলার মতলব উত্তর সীমান্তবর্তী দুই উপজেলার ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশসহ জাতীয় সংসদ অধিবেশনেও দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের মানুষের দীর্ঘদিনের সেতু নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে জামালকান্দিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতলব ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু নির্মাণ হলে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষ অল্প সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ করতে পারবেন।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ, প্রকল্প পরিচালক (সেতু নির্মাণ প্রকল্প এলজিইডি) এবাদ আলী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img