শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আল আকসায় ইহুদীদের অনুপ্রবেশের অনুমতি দিল ইসরাইলের আদালত

মুসলিমদের প্রথম ক্বিবলা আল আকসা বা বাইতুল মোকাদ্দাস মসজিদে ইহুদীদের অনুপ্রবেশের অনুমতি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত আদালত।

বুধবার (৬ অক্টোবর) এ বিতর্কিত রায় দেয় ইহুদীদের অবৈধ দেশটির আদালত।

রায়ে ইসরাইলের তথাকথিত আদালত জেরুসালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদীদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না বলে দাবি করেন তিনি।

আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের করা মামলায় এ আদেশ দেয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত ওই আদালত।

এর আগে পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি ওই ধর্ম যাজকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইসরাইলের তথাকথিত আদালতের দারস্থ হন।

এত দির আল-আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও ‘প্রার্থনা’ করতে পারত না।

১৯৪৮ সাল থেকে জেরুসালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান। ইসরাইলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ। এদিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথকথিত ওই বিতর্কিত রায়ে জেরুসালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img