শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগান ইস্যুতে আলোচনায় আমেরিকা, চীন ও পাকিস্তানকে আমন্ত্রণ রাশিয়ার, বাদ ভারত

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনায় অংশগ্রহণের জন্য ভারতকে আমন্ত্রণ জানায়নি রাশিয়া। মস্কোর পক্ষ থেকে এ আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে চীন, আমেরিকা ও পাকিস্তানকে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিষয়টি সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই)।

খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানের সামরিক অগ্রযাত্রা অব্যাহত থাকায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বড় ধরনের স্বার্থ থাকা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া। মূলত সহিংসতার অবসান ও আফগান শান্তি প্রক্রিয়ায় গতি আনতে রাশিয়া এই পদক্ষেপ নিচ্ছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ১১ আগস্ট রাশিয়ার উদ্যোগে আমন্ত্রিতরা কাতারে বৈঠকে বসবে। এর আগে ১৮ মার্চ ও ৩০ এপ্রিল একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img