বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

করোনার টিকা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যে জাতিকে বিভ্রান্ত করছে : মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলনবাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকারের একেক মন্ত্রী একেক ধরণের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। টিকা মজুদ নিশ্চিত না করে টিকা না দিলে আইনের আওতায় আনার ভয়ভীতি প্রদর্শণ করে পরে তা আবার প্রত্যাখান করে নিজেদেরকে দায়িত্ব জ্ঞানহীন হিসেবে প্রমাণ করছে।

তিনি বলেন, এটা স্পষ্ট যে সরকারের কাজের সমন্বয়হীনতা এবং এ সমন্বয়হীনতা হয়েছে গত বছরের শুরু থেকে। লকডাউন দেওয়া, গার্মেন্টস খোলা, শ্রমিকদের ঢাকা আনা-নেওয়া নিয়ে অন্তত পাঁচবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এধরণের কর্মকান্ডে সরকারের ব্যর্থতা ক্রমেই ফুটে উঠছে।

আজ বিকেলে দেশের চলমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

মহাসচিব ইউনুছ আহামদ বলেন, সরকার জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা ভ্যাকসিন প্রদানে সরকারের খরচে দুর্নীতি হচ্ছে অবিলম্বে তা বন্ধ হওয়া প্রয়োজন এবং টিকা ক্রয়েও স্বচ্ছতা-জবাবদিহিতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, করোনা টিকা নিয়ে বাণিজ্য করছে হুইপপুত্র। এধরণের অমানিবক কর্মকান্ড রুখতে না পারলে সরকারের জন্য তা সুখকর হবেনা।

তিনি আরো বলেন, সরকার এ পর্যন্ত কত কোটি টিকা মজুদ করেছে, তা দেশবাসির সামনে তুলে ধরে পুরো জনগোষ্ঠীকে কতদিনের মধ্যে টিকার আওতায় আনতে পারবে তার হিসেবে না করেই দায়িত্বহীন বক্তব্য দিয়ে জনমনে সংশয় সৃষ্টি করছে। যা আদৌ অনুচিত। এধরণের বক্তব্য বিবৃতি না দিয়ে টিকা সংগ্রহ এবং সঠিকভাবে বন্টনে মনোনিবেশ করা উচিত।

তিনি বলেন, পুরো জাতি যখন স্বাস্থ্য নিয়ে চিন্তিত। সে মুহুর্তে পরী, মৌ, পিয়াসা নাটক সাজিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করছে সরকার। হেলেনা জাহাঙ্গীরসহ এধরণের বিপদগামীদের কারা সৃষ্টি করছে, সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া তা কখনো সম্ভব নয়। এসব বিপদগামীরা কাদের আশ্রয়-প্রশ্রয়ে হয়েছে তা খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img