শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সোহেল রানাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে: আইজিপি বেনজির

বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদরদপ্তরে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বেনজির বলেন, আসামি বিনিময় চুক্তির আওতায় সোহেল রানাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে পুলিশের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। সোহেল রানা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

এর আগে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের দায়ে সোহেল রানাকে আটক করে বিএসএফ। এসময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড জব্দ করা হয়।

প্রসঙ্গত, গ্রাহকদের টাকা আত্মসাতে অভিযুক্ত বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিনের ভাই সোহেল রানা। গত ১৭ আগস্ট অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-অরেঞ্জের মালিক ও কর্মীদের বিরুদ্ধে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে গ্রাহকরা। ওই মামলায় ই–অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বীথি আক্তার, কাউসার আহমেদ এবং বনানী থানার পরিদর্শক সোহেল রানার নাম উল্লেখ করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img