শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কাশ্মীরের প্রখ্যাত নেতা গিলানীর পরিবারের বিরুদ্ধে মামলা করল ভারত

দখলকৃত কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় সদ্য প্রয়াত কাশ্মীরের প্রখ্যাত নেতা মরহুম সৈয়দ আলি গিলানীর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ।

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সেনারা প্রভাবশালী কাশ্মীরী হুররিয়াত নেতা গিলানীর লাশ ছিনিয়ে নিতে চায়লে আজীবন কাশ্মীরের আজাদীর জন্য সংগ্রাম করে যাওয়া এই প্রভাবশালী নেতার পরিবারের লোকজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বলে জানা যায়।

জিও নিউজের তথ্যমতে, আগ্রাসন ও দখলদার বিরোধী স্লোগানকে অপরাধ সাব্যস্ত করে গিলানীর পরিবারের বিরুদ্ধে বাডগাম পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়। রাষ্ট্রীয়ভাবে ভারত সরকার এরচেয়ে আরো জঘন্য অপরাধ তারা নিয়মিতই করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে কাশ্মীরীরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মরহুম গিলানীর জানাজা সংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, শ্রীনগরে দখলদার ভারত সরকারের সেনারা জোরপূর্বক সৈয়দ আলি গিলানীর বাড়ি থেকে তার লাশ নিয়ে যাচ্ছে! এসময় লাশ নিয়ে ধস্তাধস্তির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

তাছাড়া ভারতীয় সেনারা এসময় তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এমনকি বাড়ি থেকে লাশ নিয়ে যেতে একপর্যায়ে তারা গিলানী পরিবারের সবাইকে একটি রুমে আটকে রাখে! মূলত তখনই তার পরিবারের লোকজন বদ্ধ রুম থেকে দখলদার ও আগ্রাসন বিরোধী স্বাধীনতার স্লোগান দেয়।

তার পরিবারের দাবী ছিলো মরহুম আলি গিলানীকে যেনো তার অসিয়ত মোতাবেক মাজারে শুহাদাতে দাফন করা হয়। এজন্য তারা তার লাশকে অর্ধচন্দ্র বিশিষ্ট পাকিস্তানের সবুজ পতাকায় আবৃতও করেছিলো। কিন্তু ভারতীয় সেনারা জোরপূর্বক বাড়ি থেকে তার লাশ ছিনিয়ে রাতের আঁধারে হায়দারপুরাহ কবরস্থানে দাফন করে দেয় বলে জানা যায়।

উল্লেখ্য, প্রভাবশালী কাশ্মীরী নেতা সৈয়দ আলি গিলানী গত বুধবার (১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৯২ বছর।

এই প্রখ্যাত কাশ্মীরী নেতা ১৯২৯ সালের ২৯ সেপ্টেম্বর বর্তমানে ভারত দখলকৃত কাশ্মীরের বান্দিপুরা জেলার জুরিমুঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি কাশ্মীরের জামায়াতে ইসলামীর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি তাহরিকে হুররিয়াত নামে নিজের একটি দল প্রতিষ্ঠা করেন। মরহুম এই কাশ্মীরী নেতা অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের সভাপতি ছিলেন।

তিনি দখলকৃত কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের ঘোরতর বিরোধী ছিলেন। ভারত সরকার কর্তৃক নিপীড়িত অসহায় কাশ্মীরীদের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি সবার কাছে পরিচিত।

কাশ্মীরী স্বাধীনতাকামীরা ভারতীয় দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী বেশিরভাগ স্লোগান তৈরি করতেন মরহুম আলি গিলানীকে কেন্দ্র করে।

তেমনই একটি জনপ্রিয় আযাদী স্লোগান হলো-

❝হাম কিয়া চাহতে?-আযাদী/ তুম কিয়া চাহতে? -আযাদী/ মে ভি বোলু -আযাদী/ তুম ভি বোলো -আযাদী/ আযাদী কা মাতলাব কিয়া? -লা ইলাহা ইল্লাল্লাহু/ ঝিনজির কাটেগে -ইনশাল্লাহ।❞

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img